শনিবার, ২৯ জুন ২০২৪

বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক By নিজস্ব প্রতিবেদক জুন১৭,২০২৪
আজ পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদুল আজহা উদযাপন করবেন। রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছে মুসল্লিদের। সকাল ৭টায় ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার জন্য দলবেঁধে বায়তুল মোকাররমে প্রবেশ করছেন তারা।
সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৫টার পর থেকেই মসজিদে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষজন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আযহার প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব:) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

সম্পর্কিত পোস্ট