সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার (২৩ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আমাদের অনেক ভুল ত্রুটি আছে। ভুলত্রুটির নাই তা বলবো না। শেখ হাসিনাই হলো একমাত্র আস্তা ঠিকানা। তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন,‌  আজকে একটি দল অন্তর্জালায় জ্বলছে। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। ওরা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে। এরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। ওরা বাংলাদেশের উন্নয়ন চোখে দেখ না।
তিনি আরও বলেন,  বাংলাদেশের স্বাধীনতার জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতদিন বাংলাদেশে আছে প্রতিদিন শেখ হাসিনা অমর হয়ে থাকবেন। শেখ হাসিনা ম্যাজিশিয়ান রাজনীতিবিদ। শেখ হাসিনার সব কৃতিত্ব বলতে গেলে অনেক সময় লাগবে।

সম্পর্কিত পোস্ট