সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের ছোট ছেলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার ট্যাকনোজি এবং দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এইচ এম জহিরুল হাওলাদার হিমেল কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকালে মরহুমের নিজ বাড়ি মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাওলাদার বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

কুলখানিতে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান পাটোয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুর্বণা চৌধুরী বীণা, আওয়ামীলীগের আইন বিষয় উপকমিটির সদস্য ব্যারিষ্টার আশফাক চৌধুরী মাহি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার আঁখি, মতলব উত্তর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উলল্লাহ মাস্টার।

আরও উপস্থিত ছিলেন- শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হানিফ দর্জি, কলাকান্দা ইউপির চেয়ারম্যান আ. সোবহান সরকার সুভা, হাবিবুর রহমান হাফিজ তপাদার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্ন মিয়া, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, মায়া চৌধুরীর একান্ত সচিব কামরুল হাসান মামুন,আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার তামজিদ সরকার রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো. সুমন দর্জিআওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাশিমপুর দরবার শরীফ এর পীর সাহেব কেবলা আল্লামা শায়খ আশফাক আহমেদ।

এদিকে উক্ত কুলখানি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানান,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার ও প্রয়াত হিমেলের বড় ভাই বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন।

উল্লেখ্য, গত ১৯ জুন বুধবার রাত আনুষ্ঠানিক ৯ টার দিকে হিমেলের বাড়ি সংলগ্ন বেরীবাদের রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় এখলাছপুর থেকে মোহনপুরগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে জহিরুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে ।

সম্পর্কিত পোস্ট