সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

মাদকবিরোধী অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ জুন) থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২০৭ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন এবং ১৮ কেজি ৫৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত পোস্ট