সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়ারউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলাকালীন মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।
শুক্রবার (৫ জুলাই) খেলা চলছিল জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যালয়ে। জিয়ার মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এ সময় খেলার মধ্যেই লুটিয়ে পড়েন জিয়া। পরে সবাই ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তাকে।
জিয়াকে যারা হাসপাতালে নিয়ে গেছেন তাদের ধারণা, খেলা অবস্থাতেই মারা গেছেন জিয়া। কারণ, হাসপাতালে নেওয়ার পর বহু চেষ্টায়ও জিয়ার পালস খুঁজে পাননি চিকিৎসকরা। পরে জিয়াকে মৃত ঘোষণা করেন তারা। মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে দাবা ফেডারেশনের ইন্টারন্যাশনাল জাজ হারুনুর রশিদ।
দাবাড়ু পরিবারে জন্ম জিয়াউর রহমানের। বাবা পয়গাম উদ্দিন আহমেদের পথ ধরেই তিনি দাবায় এসেছিলেন। হয়েছেন গ্র্যান্ডমাস্টার, ২০০২ সালে দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। এরপর ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও একই পথে হেঁটে হয়েছেন ফিদে মাস্টার।

সম্পর্কিত পোস্ট