শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শেষ করে শাহবাগে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শেষ করে দিয়ে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) বিকেল ৫টার পর থেকে অন্যান্য সড়ক ছেড়ে অবরোধ প্রত্যাহার করে শাহবাগে আসতে থাকেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। পরে শিক্ষার্থীদের কয়েকটি অংশে ভাগ হয়ে মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও বাংলামোটর, কারওয়ানবাজার ও ফার্মগেট অবরোধ করেছেন।
একই সময়ে রাজধানীর সায়েন্সল্যাব অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা মেয়র হানিফ ফ্লাইওভারের উভয় পাশের ওঠা-নামার র‍্যাম্প বন্ধ করে দেয়।
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে স্থবিরতা তৈরি হয়। এ সকল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এদিকে আজ হাইকোর্ট ‘মুক্তিযোদ্ধা কোটার’র পক্ষে রায় স্থগিতাদেশ দিলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘বাংলা ব্লকেড’ চলবে বলে ঘোষণা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। একইসাথে সেসময় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট