ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তাঘাট। শুক্রবার (১২ জুলাই) ভোর রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি হয় টানা কয়েক ঘণ্টা। এতে রাজধানীর প্রধান সড়কগুলো ছাড়াও অলিগলির অধিকাংশ রাস্তা হাঁটু থেকে কোমর পর্যন্ত এমনকি কোথাও কোথাও গলা সমান পানিতে নিমজ্জিত হয়েছে।
সরজমিনে রাজধানীর গুলিস্তান-তাতীবাজারের ইংলিশ রোড, নর্থ সাউথ রোড, পুরনো ঢাকার বিভিন্ন এলাকা, ধানমন্ডি, শুক্রাবাদ, গ্রীন রোড, মিরপুরসহ কয়েকটি এলাকার এমনই পরিস্থিতির কথা জানিয়েছেন সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক এবং ফটো সাংবাদিকরা।
এসময় দেখা গেছে, বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষগুলো রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন। অনেকে রিকশা নিলেও সিট পর্যন্ত পানিতে তলিয়ে যায়। অনেকে মোটরসাইকেল পানিতে ডুবন্ত অবস্থায় ফেলতে দেখা গেছে। সিএনজিচালিত অনেক অটোরিকশায় পানি ঢুকে বন্ধ হলে মহাবিপাকে পড়েন চালকরা। এছাড়া স্বল্প পরিমাণে প্রাইভেটকার ও বাস চলাচল করলেও সেগুলো বেশ কষ্ট করে এগিয়ে নিচ্ছিলেন চালকরা। অনেকে কোমর সমান পানিতে হেঁটে হেঁটেই বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন।
দুপুর সোয়া একটাই এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর নিমজ্জিত রাস্তাগুলোর পানি কমে যাওয়া বা পরিস্থিতির উন্নতি হতে দেখা যায়নি। এর মাঝেও কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল।