সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এভারগ্রীন মিজান স্কয়ারের সভাপতি চৌধুরী আমীর আহমেদ ইন্তেকাল করেন

আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডর আবাসিক ভবন এভারগ্রীন মিজান স্কয়ারের জমির মালিক এবং ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী আমীর আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৭ টা ৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ওই দিন বাদ আছর মনিপুর বায়তুল রহিম মসজিদে জানাজা নামায শেষে (বাসার পাশেই) মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সুত্রে জানান, চৌধুরী আমীর আহমেদ দীর্ঘদিন বয়স্ক জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ সময় তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ এবং নির্বাহী পরিচালক অপারেশন মোহাম্মদ তানভীরুল ইসলাম শোক জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত পোস্ট