সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর মহাখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইন ব্লক করেছে। ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার পর শিক্ষার্থীরা মহাখালী রেলগেইটে অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এতে করে ঢাকাগামী ও ঢাকা থেকে সকল ট্রেন আটকা পড়েছে। এসময় চট্টগ্রাম অভিমুখী ৮০২ চট্টলা এক্সপ্রেস আটকা পড়েছে।
রেল লাইনের পাশের চা দোকানি মো. অনিক সময়ের আলোকে বলেন, রেল চলাচল বন্ধ দুপুর একটা থেকে। এর আগে রেল চলেছে। শিক্ষার্থী রেল অবরোধ করের পর রেল চলাচল বন্ধ হয়ে যায়। এই রাস্তায় অন্য পরিবহনও চলছে না।
এদিকে মঙ্গলবার সকাল থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও এ নিয়ে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট