শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

কাঁকড়া চাষ সম্প্রসারণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে

আন্তর্জাতিক বাজারে কাঁকড়ার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশে কাঁকড়া চাষ সম্প্রসারণ ও এ খাতের উন্নয়নের মাধ্যমে রফতানি আয় বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। তবে, এ লক্ষ্যে আরও গবেষণা পরিচালনা এবং তার আলোকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রয়াস জরুরি।
মঙ্গলবার (১৬ জুলাই) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে আয়োজিত ‘বাংলাদেশে কাঁকড়া শিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য করণীয়’ শীর্ষক একটি কর্মশালায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় সম্মাননীয় অতিথি ছিলেন ওয়ার্ল্ডফিস বাংলাদেশ-এর ইনটেরিম কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. বিনয় কুমার বর্মন এবং প্রারম্ভিক বক্তব্য রাখেন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। Green Climate Fund (GCF)-এর অর্থায়নে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালা সঞ্চালনা করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
কর্মশালায় ‘পিকেএসএফ পরিচিতি ও কাঁকড়া খাতে পিকেএসএফ-এর কার্যক্রম’ বিষয়ে উপস্থাপনা প্রদান করেন মো: আবু নাসির খান, সহকারী মহাব্যবস্থাপক, পিকেএসএফ। এছাড়া, ‘বাংলাদেশে কাঁকড়া শিল্পের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য করণীয়’ বিষয়ে ইউএনডিপি বাংলাদেশ-এর কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান এবং ‘বাংলাদেশে আর্টেমিয়া চাষের অগ্রগতি ও সম্ভাবনা’ বিষয়ে উপস্থাপনা প্রদান করেন ওয়ার্ল্ডফিস বাংলাদেশ-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জানানো হয়, কাঁকড়া চাষ বিকাশে পিকেএসএফ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্য রয়েছে উদ্যোক্তা পর্যায়ে কাঁকড়ার হ্যাচারি স্থাপন ও কাঁকড়ার পোনা (ক্র্যাবলেট) উৎপাদন, কাঁকড়ার নার্সারি স্থাপন ও কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ। বিশ্ববাজারে কাঁকড়ার ব্যাপক চাহিদা বিবেচনায় নিয়ে কাঁকড়া রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে পিকেএসএফ। এ লক্ষ্যে, RHL প্রকল্পের আওতায় বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
কর্মশালার মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহ থেকে আসা প্রতিনিধিবৃন্দ কাঁকড়া চাষ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

সম্পর্কিত পোস্ট