সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছে

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন।

বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে ঢাকায় ইউনাইটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তৃণমূল বিএনপির পক্ষ থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
অ্যাডভোকেট সিগমা হুদা প্রয়াত সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী।
সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা হুদা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপারসন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন।

সম্পর্কিত পোস্ট