সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কর্মহীন মানুষের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

খেটে খাওয়া কর্মহীন ২ হাজার মানুষের মধ্যে অন্তত সাত দিনের খাদ্য প্যাকেজ প্রদানের উদ্যোগে নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ইস্কাটন উচ্চ বিদ্যালয় মাঠে কোটা আন্দোলনের প্রেক্ষিতে কর্মহীন হয়ে পরা ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরী।
কবীর চৌধুরী বলেন, আমরা রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি মেনে সংকটাপন্ন সময়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। আর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি সরকার প্রধান আস্থা রেখেছেন বলে আমরা অত্যন্ত গর্বিত। তাই প্রধানমন্ত্রীর চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা এরইমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি।
জানা গেছে, সাত দিনের ফুড প্যাকেজের মধ্যে প্রতি পরিবারকে সাড়ে ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি এবং এক লিটার বোতলজাত বিশুদ্ধ পানি কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, রাজিয়া সুলতানা লুনা, অ্যাডভোকেট মো. মাহবুবার রহমান তালুকদার, মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস. এম. খোরশেদ আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ মোর্শেদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট