সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে চলমান কারফিউ ১৬ ঘণ্টা শিথিল করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত (১৬ ঘণ্টা) কারফিউ শিথিল থাকবে এবং পরবর্তী ৮ ঘণ্টা কারফিউ জারি থাকবে।

রোববার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক ।

তিনি বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে প্রতিদিন ১ ঘণ্টা করে কারিফউ শিথিল বাড়ছে। তবে কারফিউর নির্ধারিত সময় শেষ হলে ঘোষিত আইন কার্যকর হবে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। অন্যান্য দিনের মতো রোববারও পুলিশ ,সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।

এদিকে কারফিউয়ের স্বাভাবিক সময়ে চাঁদপুর সকল ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে আগের-মতো যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার বাইরে থেকেও আসছে পণ্যবাহী পরিবহন। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় চাঁদপুরে ৭ মামলায় প্রায় ১২০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় ২৮ জুলাই দুপুর পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট