সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নিয়োগ

বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) করছে সরকার। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত হচ্ছে। এ নিয়ে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে বেসরকারি শিক্ষক নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচন ও নিয়োগের সুপারিশ করবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। শিক্ষক নিয়োগে অনিয়মে জড়িত থাকে ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি। বেশিরভাগ কমিটিই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের পকেট ভারী করার উৎস হিসেবেই দেখা হয় নিয়োগ বাণিজ্যকে। এতে শিক্ষার মান বাড়ার পরিবর্তে প্রতিষ্ঠানগুলোতে আর্থিক ও প্রশাসনিক অনিয়ম বাড়ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে মানসম্পন্ন শিক্ষক নিয়োগের কথা বলে আসছেন শিক্ষাবিদরা। শিক্ষক নিয়োগের স্বচ্ছতায় পিএসসির আদলে নিয়োগ কর্তৃপক্ষের কথা ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছিল।
আইনের খসড়ায় বলা হয়েছে, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ, কলেজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা অধিদফতরের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল ও কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল/টেকনিক্যাল কোর্স পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠান, বিজনেস ম্যানেজমেন্ট কোর্স পরিচালনাকারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা অধিদফতরের স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা, সংযুক্ত এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসা, জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত স্নাতক বা স্নাতকোত্তর কলেজ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের ফাজিল বা কামিল মাদরাসায় শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ করবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে উপযুক্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে। আইনের খসড়াটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ (এনটিএসআরআরএ) নামকরণ করা হবে।
জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫ রহিতক্রমে এর বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসিএর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
এতে আরও জানানো হয়, বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এ পরিচালিত হচ্ছে এনটিআরসিএ। তবে নতুন আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন, ২০২৪ নামে অভিহিত হবে।
আইনে কর্তৃপক্ষের উল্লেখযোগ্য কাজ প্রসঙ্গে বলা হয়েছে, শূন্য পদের চাহিদা সংগ্রহ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করবে। প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশের জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও নিয়োগ সুপারিশ ইত্যাদি খাতে ফি নির্ধারণ ও আদায় করা। শিক্ষকতা পেশার উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দান করবে। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন করবে।

সম্পর্কিত পোস্ট