“ভরবো মাছে মোদের দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন হয়েছে।
বুধবার (৩১ জুলাই) মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে আলোচনা সভা, র্যালি, প্রামাণ্য চিত্র পদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি। বিশেষ অতিথি ছিলেন ছেংগাচর পৌরসভার মেয়র লায়ন মো. আরিফ উল্ল্যাহ সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মৎস্যজীবী ওমর আলী, মৎস্য চাষি রনজিত প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর, মতলব উত্তর ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আক্তারুজ্জামান খান, গীতা পাঠ করেন বিজয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা পরে মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।