সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না: বিবিসিকে জয়

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আর রাজনীতিতে ফিরছেন না।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়।

তিনি বিবিসিকে বলেছেন, তার মা শেখ হাসিনার আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না। তিনি আরও জানান, তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে।’

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে কথা বলার সময় জয় আরো বলেন, তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার চিন্তা করেছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।

জয় আরো বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতায় আসেন তখন এটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত করা হত। এটি দরিদ্র দেশ ছিল। সেই থেকে এতোদিন পর্যন্ত এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে ধরা হতো এই দেশকে। তিনি (শেখ হাসিনা) খুবই হতাশ।

আন্দোলনকারীদের দমনে সরকার কঠোর ছিল বলে মনে করেন না জয়, গতকাল ১৩ জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা যখন মানুষকে পিটিয়ে মারছে তখন পুলিশ কী করবে বলে আপনি মনে করেন?

সম্পর্কিত পোস্ট