সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে।
মঙ্গলবার (০৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন।
এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে। কমান্ড্যান্ট (অ্যাডিশনাল আইজি)
মো. ময়নুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর অ্যাডিশনাল আইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে কমান্ড্যান্ট (আডিশনাল আইজি) টিডিএস, ঢাকার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের ২০ জানুয়ারী ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। স্ত্রী মেহেরুন্নেছা ইসলাম একজন গৃহিণী।

সম্পর্কিত পোস্ট