সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, চাটুকারিতা করা গণমাধ্যম বন্ধ করা হবে। আগে যা করেছেন, করেছেন। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়া সত্য ঘটনা তুলে ধরলে আজ এমন হতো না।

তিনি আরো বলেন, গণমাধ্যম ভালো-মন্দ সবই বলতে হবে। সঠিক তথ্য তুলে ধরতে হবে। গণমাধ্যমের মালিক পক্ষেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, সব তদন্ত হবে। হুকুমদাতাদের ধরা হবে।

সম্পর্কিত পোস্ট