সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাফিক ম্যানেজমেন্ট ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় টিম সিকিউরিটি সার্ভিস

সরকার পতনের পর রাজধাণীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ট্রাফিক ম্যানেজমেন্ট, টহল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম করে আসছে টিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিম সিকিউরিটি সার্ভিস।

রোববার (১১ আগস্ট) টিম গ্রুপের মহাব্যবস্থাপক জনাব সাইফুল্লাহ। এ তথ্য জানানো হয়।

সাইফুল বলেন, সাম্প্রতিক সময়ে টিম সিকিউরিটি সার্ভিসের নিরাপত্তারক্ষীদের পেট্রোল টীম দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান পর্যায়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, টিম সিকিউরিটি সার্ভিসের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করছে। এলাকাবাসী এবং অফিসগামী মানুষ সার্ভিস পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। তারা টীম গ্রুপের এ ধরনের উদ্যোগকে প্রশংসা করেন।

সম্পর্কিত পোস্ট