সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রপার্টি আয় তদন্ত থেকে অব্যাহতি পেলেন টিউলিপ

যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তির আয় নিয়ে তদন্ত শেষ করেছে দেশটির পার্লামেন্টারি কমিশনার। লন্ডনে অবস্থিত একটি রেন্টাল প্রপার্টির আয়ের তথ্য তিনি জমা দেননি এমন অভিযোগের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল।
টিউলিপ সিদ্দিক রেন্টাল প্রপার্টির আয়ের তথ্য নির্ধারিত ২৮ দিনের সময়সীমার মধ্যে জমা না দেওয়ায় গত ৩০ জুলাই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পার্লামেন্টারি কমিশনার ড্যানিয়েল গ্রিনবার্গ টিউলিপকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিউলিপ তার আয়ের হিসাব উল্লেখ করতে দেরি হওয়ার পেছনে যে কারণ দেখিয়েছেন সেটি তিনি ‘গ্রহণ’ করেছেন।
কমিশনার জানিয়েছেন, হ্যাম্পস্টেডের এমপি টিউলিপ তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
২০২৩ সালে হ্যাম্পস্টেড ও কিলবার্ন নির্বাচনি এলাকার স্থলে হ্যাম্পস্টেড ও হাইগেট পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ২০১৫ সাল থেকেই এ আসন ধরে রেখেছেন লেবারের টিউলিপ সিদ্দিক।

সম্পর্কিত পোস্ট