বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা করা হয়।
সোমবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা আহসান উল্লাহ প্রধানের নেতৃত্বে এই আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা অুনষ্ঠিত হয়।
চাঁদপুর ২ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করে আনন্দ মিছিলটি বাংলাবাজার থেকে শুরু করে বাগানবাড়ি বাজার, আনন্দ বাজার দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়েছে।
আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সাবেক সদস্য নাজমুল হাসান পিনুG
এছাড়া আরো উপস্থিত ছিলেন, তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন রনি, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা জাকির হোসেন মিঝি, ইউপি সদস্য আল আমিন ও অলি উল্লাহ দেওয়ানসহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।