সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পুলিশের খোয়া যাওয়া ৫৩৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৫৩৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানায়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত নানা ধরনের ৫৩৪টি ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১০ হাজার ২১৯টি গুলি, ৩৫৯টি কাঁদানে গ্যাসের সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এদিকে বুধবার পর্যন্ত র‌্যাব ৯৭টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৬ হাজার ৫৮৫টি গোলাবারুদ ও ২৮টি ম্যাগাজিন উদ্ধার করেছে।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট