শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি তুলে ধরেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মৎস্যভবন ও দোয়েল চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, এক যুগ ধরে চাকরির বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন তারা। তবে এখন পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাই এই দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা। এই সরকার তাদের দাবি পূরণ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

সম্পর্কিত পোস্ট