সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে গুলিবিদ্ধ ইমনের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার টাঙ্গাইল মির্জাপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত ইমন (২২) নামে এক এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যায় ইমন।

নিহত ইমনের বন্ধু ইমরান জানান, গত ৪ আগস্ট দুপুড়ে টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায়  আন্দোলনকারী ও পুলিশের সাথে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে উত্তরা লেকভিউ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ইমরান আরও জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামে। টাঙ্গাইল ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে ইন্টার মিডিয়েট পাশ করে ইমন। অন্য কলেজে ভর্তির চেষ্টায় ছিল। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিল বড়।

ইমন ছোট থাকতেই বাবা জুলহাস হোসেন মারা যায়। মা রিনা বেগম মানুষের বাসায় কাজ করে সন্তানদের বড় করে। সংসারে ইমনকে নিয়ে আনেক আসা ছিল মা রিনা বেগমের। পড়াশুনা শেষ করে সংসারের হাল ধরবে ইমন। ইমন পড়াশুনার পাশাপাশি টিউশনি করতো।

সম্পর্কিত পোস্ট