সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাঁটুপানি, দীর্ঘ যানজট

বৃষ্টি ও ভারতে থেকে পানি আসায় চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে যায়। কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে গেছে। এতে যানচলাচল ব্যাহত হচ্ছে। ৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। এখনো পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

জানা গেছে, চৌদ্দগ্রাম মিয়ার বাজার এলাকায় কাঁকরি নদী কোথাও কোথাও পাড় উপচে পানি পড়ছে। এদিকে ডাকাতিয়া নদীর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নাঙ্গলকোট উপজেলা প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট