সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মোহাম্মদপুরে নানকের বাসায় শিক্ষার্থীদের অভিযান, নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২১ আগস্ট) রাতে নানকের মোহাম্মদপুরের বাসায় এ অভিযান শুরু করে শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিয়ন্ত্রণ নেন।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পর নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে, কোনো রকম লুটপাট যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

শিক্ষার্থীদের সন্দেহ করছেন, নানকের বাসায় অস্ত্র থাকতে পারেে এবং তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন, তাই তারা তল্লাশি চালান। তবে, বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা ও কম্বলের বস্তা পান শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট