শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

খুলনায় ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট

খুলনায় ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

রোববার (২৫ আগস্ট) সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। বাসাবাড়ি পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন নগরের নিম্নাঞ্চলের বসবাসকারীরা।

নগরের মডার্ন ফার্নিচার মোড়ের বাসিন্দা এখলাসুর রহমান বলেন, ভারী বর্ষণের ফলে রয়্যালের মোড়, শামসুর রহমান রোড, খান জাহান আলী রোড, বাইতিপাড়া এলাকার সড়কে হাঁটু পানি। কোথাও কোথাও তার চেয়েও বেশি। যে কারণে সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, রোববার ভোর ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত খুলনায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ ভারী বৃষ্টিপাত হচ্ছে।

জানা যায়, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকার মধ্যে সড়ক আছে প্রায় এক হাজার ২১৫টি, যার দুই-তৃতীয়াংশই বৃষ্টির পানিতে ডুবে গেছে।

কেসিসি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গত ছয় বছরে ১০৪টি ড্রেন পুনর্নির্মাণ করেছে। ময়ূর নদসহ সাতটি খাল পুনরায় খনন ও ৩২টি ড্রেনের সংস্কার চলেছে। এতে ব্যয় প্রায় ৫০২ কোটি টাকা। এ বিপুল অর্থ ব্যয়ের পরও নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়নি।

নগরবাসীদের অনেকে আক্ষেপ করে বলছেন, উন্নয়নের নামে দুর্নীতি আর লুটপাট করেছেন আওয়ামী লীগের মেয়র, কাউন্সিলর  ও সংশ্লিষ্ট ঠিকাদাররা। এ কারণে আজ বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়তে  হচ্ছে নগরবাসীকে।

সম্পর্কিত পোস্ট