সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে ছাত্রদলের ত্রাণ বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।

শনিবার (২৪ আগস্ট) সুবর্ণচর উপজেলার চরজুবলি, চর আমানউল্লাহসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে সংগঠনটি।

ত্রাণ সামগ্রী হিসেবে বানভাসি মানুষের জন্য চাল, ডাল, স্যালাইন, পানি ও শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এ ছাড়া ছাত্রদলের উদ্যোগে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বলে জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

সম্পর্কিত পোস্ট