বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

গণতন্ত্র চাইলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন : হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ, এদেশের জনগণের স্টেকহোল্ডার হল পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলের সাথে দ্রুত আলাপ করুন। তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা হাফিজ অন্তর্বর্তী সরকারে উদ্দেশ্যে বলেন, একটি যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দেন। রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বতীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয়।
ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে ‘পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব’ রুখতে প্রধান উপদেষ্টাকে ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিবিপ্লবকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করুন। এখনো রাষ্ট্র সমাজের শরীরে শেখ হাসিনার বশংবদরাই বসে আছে।
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, মুহাম্মদ ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনাদের সাথে আছে। সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশ অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেখ হাসিনার সরকারের আমলে গঠন করা নির্বাচন কমিশনের বিলুপ্তি চেয়েছেন হাফিজ। তিনি বলেন, এরা তো জনগণের নির্বাচন কমিশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশন ঘুমায়। তিনি বলেছেন যে, দুপুরবেলা দেখলাম যে, চব্বিশ শতাংশ ভোট পড়েছে একটা নির্বাচনে, যখন একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি ৫৫ শতাংশ হয়ে গেছে। যে দেশে নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়, তাহলে এদেশে কিভাবে গণতন্ত্র আসবে?
জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সংগঠনটির প্রয়াত আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে এই আলোচনা সভা হয়। আলোচনা সভার পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গত ১২ অগাস্টে ঢাকায় মারা যান রফিকুল ইসলাম মাহতাব।
মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ মৎস্যজীবী দলের নেতারা বক্তব্য দেন।

সম্পর্কিত পোস্ট