জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় এই নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসর নেওয়ার আগে মইনুল খান নিজ ক্যাডারে ফেরত যাবেন।