সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বন্যার্তদের পাশে আমিন মোহাম্মদ গ্রুপ

এবারের ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত চট্টগ্রাম বিভাগের চারটি জেলার বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও ব্যবহৃত সরঞ্জাম বিতরণের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ আবাসন কোম্পানী আমিন মোহাম্মদ গ্রুপ।
বুধবার (২৮ আগস্ট) বন্যাদুর্গত জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় বিভিন্ন খাদ্যসামগ্রী ও ব্যবহৃত সরঞ্জাম বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দায়িত্বপাপ্তরা।
আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চিড়া, গুড়, চাল, ডাল, আলু, লবণ, পানি, তেল ও ওরস্যালাইন এবং ব্যবহৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- মোমবাতি, দিয়াশলাই ও স্যানিটারি ন্যাপকিন। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
তাঁরা জানান, চট্টগ্রাম বিভাগের দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারটি জেলা বন্যার ভয়াবহতার শিকার হয়েছে। সেখানকার বাসিন্দারা কঠিন পরিস্থিতির মধ্যে দিন পার করছেন। আমিন মোহাম্মদ গ্রুপ মনে করে সারা দেশ এক পরিবার। তাই সেই মানবিক দায়বদ্ধতা থেকে এই কোম্পানিটি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমিন মোহাম্মদ গ্রুপ ইতিপূর্বেও প্রাকৃতিক দুর্যোগসহ নানা পরিস্থিতিতে সহায়ক হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে।
তাঁরা পিস বাংলাকে আরও জানান, জনকল্যাণ এবং আর্তমানবতার সেবায় নানাবিধ কার্যক্রম পরিচালনায় আমিন মোহাম্মদ গ্রুপ সর্বদা বদ্ধপরিকর। অতীতেও সংঘটিত নানাবিধ দুর্যোগ বা মহামারিকালে ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছে এই গ্রুপ।
বর্তমানেও বন্যাকবলিত মানুষের পাশে থাকার লক্ষ্যে আমিন মোহাম্মদ গ্রুপের নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্তদের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট