সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন : চাঁদপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে চাঁদপুরের কচুয়া নির্বাচনী এলাকায় (চাঁদপুর-১) দীর্ঘ ১৮ বছর পর বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিইতত্বে হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, জেনারেশন-জি ও আগামীর আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী জেনারেশনের জন্য প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

তিনি আরও বলেন, বিগত দিনে যেভাবে শিক্ষা ব্যবস্হা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে এই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। তাই জেনারেশন জি ও আলফা মিলিনিয়াম জেনারেশনের কথা চিন্তা করে আজকে আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে।

এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট