সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ইমরান খানকে নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে বাক-বিতণ্ডা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে পার্লামেন্টের জাতীয় পরিষদে ব্যাপক বাক-বিতণ্ডা হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দাবি, কারাগারে তাদের নেতাকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। তবে সরকারদলীয় পার্লামেন্ট সদস্যরা এ দাবি নাকচ করে দেন। তারা বলেন, কারাগারে ইমরান ‘পাঁচতারকা হোটেলের’ মতো সুবিধা পাচ্ছেন। খবর ডনের।
জাতীয় পরিষদে ইমরানকে নিয়ে এই বিতর্ক হয় শুক্রবার। অধিবেশনে বিরোধী সদস্য ওমর আইয়ুব খান অভিযোগ করেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানকে তার পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
এরপর পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সদস্য হানিফ আব্বাসি তাদের বক্তব্যে বলেন, বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরান যে নির্দোষ, তা তাকে আদালতে প্রমাণ করতে হবে।
 কারাগারে ইমরানের সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, একটি পাঁচতারকা হোটেলে যেমন সুবিধা পাওয়া যায়, কারাগারে ইমরানের জন্য সেসব সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট