শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

প্রথমবারের মত সচিবদের নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মত সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়) এই বৈঠক শুরু হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা ও রিপোর্ট অনুবিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ গণমাধ্যমকে বলেন, যথা সময়ে সচিব সভা শুরু হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সার্বিক বিষয়ের খোঁজখবর নেবেন প্রধান উপদেষ্টা।
জানা গেছে, সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায়, এ-সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কী ভাবছে, সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

সম্পর্কিত পোস্ট