সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় চীন থেকে আমদানি করা এক কন্টেইনারে মিলল প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার থেকে আটক করা হয় এসব মদ।
এই চালানে আমদানির ঘোষণা ছিল গার্মেন্টস ফেব্রিক্স। তুলনা মূলভাবে কম শুল্কের মদ আমদানি করে চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের ফেব্রিক্স ঘোষণায় চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। এই চালান খালাসের দায়িত্বে ছিল হাফেজ ট্রেডিং নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফিট কন্টেইনারার খুলে মদের চালান দেখতে পায়। এরপর এসব মদ আটক করা হয়। কন্টেইনারে ১১১৪ কার্টনে বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট