সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কয়েক দফায় পুলিশে বড় রদবদল হয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ সেপেটম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
একটি প্রজ্ঞাপনে ২৩ কর্মকর্তার পদায়নের কথা জানানো হয়। এর মধ্যে ১৫ অতিরিক্ত ডিআইজি রয়েছেন। তাদের মধ্যে র‌্যাবের চারজন অতিরিক্ত ডিআইজিকে (পরিচালক) বদলি করে নতুন পাঁচ অতিরিক্ত ডিআইজিকে র‌্যাবের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ৮ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। এই আটজনের মধ্যে দুজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করার তথ্য জানানো হয়। এর মধ্যে ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো-মেহেরপুর, চাঁদপুর, রাঙামাটি, নেত্রকোনা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারী।
১২ জেলায় নতুন এসপিদের মধ্যে মাকসুদা আকতার খানমকে মেহেরপুর, মুহম্মদ আবদুর রকিবকে চাঁদপুর, ড. এস এম ফরহাদ হোসেনকে রাঙামাটি, মির্জা সায়েম মাহমুদকে নেত্রকোনা, মোহাম্মদ বেলায়েত হোসেনকে বরিশাল, মো. মিজানুর রহমানকে গোপালগঞ্জ, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে পঞ্চগড়, সৈয়দ রফিকুল ইসলামকে জামালপুর, মো. নজরুল ইসলামকে শরীয়তপুর, মো. শহীদুল্লাহ কাউসারকে বান্দরবান, মো. আকতার হোসেনকে লক্ষ্মীপুর ও মোহাম্মদ মোর্শেদ আলমকে নোয়াখালী জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট