সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেফতার

রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে শ্যামলীর ওই হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাবেক এই মন্ত্রীকে গ্রেফতারের বিষয়টি পিস বাংলাকে নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন।
তিনি বলেন, আজ রাতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি।
হত্যা মামলা নাকি অন্য কোনো মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন বলেন, আপাতত যাত্রাবাড়ি থানায় করা মামলায় গ্রেফতার হয়েছেন এটুকুই বলছি। কোন মামলায় গ্রেফতার সেটা এখন বলা যাবে না।

সম্পর্কিত পোস্ট