শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠক অনিশ্চিত

বৈশ্বিক সংস্থা জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক যেতে পারেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিষয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর নিয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) বিস্তারিত ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন জাতিসংঘ অধিবেশনে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সফরসঙ্গী হিসেবে ২০-২৫ জন যেতে থাকতে পারে। যার মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ৭ জন কর্মকর্তা রয়েছে। অন্য সময়ের রাজনৈতিক সরকারের মত এবার জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের বিশাল কোনো প্রতিনিধিদল অংশ নিচ্ছে না।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। ড. ইউনূসের ভাষণে তরুণ প্রজন্মের নেতৃত্ব ফোকাস পাবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডিসহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করতে পারেন।
এদিকে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বৈঠক ইস্যূতে সাংবাদিকরা জানতে চাইলে বিক্রম মিশ্রি স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো নিয়ে আলোচনা চলছে। সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির ওপর। কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলেই বলা যাবে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে যে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে না। যুক্তরাষ্ট্রে তিনদিনের সফরে নরেন্দ্র মোদি আলাদা করে বৈঠকের সময় পাবেন না। মোদি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন। এছাড়া ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
জাতিসংঘের জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের ৭৯তম অধিবেশন শুরু হয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সম্পর্কিত পোস্ট