সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের অমিত শাহের মন্তব্যে কড়া প্রতিবাদ বাংলাদেশের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ প্রসঙ্গে যে ধরনের মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারতকে কড়া প্রতিবাদপত্র দিয়েছে বাংলাদেশ। ঢাকা মনে করে যে দুই প্রতিবেশির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এমন মন্তব্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুন্ন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ডে সাম্প্রতিক সময়ে সফরের সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তাতে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারতকে এই প্রতিবআদপত্র হস্তান্তর করা হয়েছে।
প্রতিবাদপত্রে ঢাকা জানিয়েছে যে অমিত শাহের মন্তব্য বাংলাদেশের জনগনের অনুভূতিতে আঘাত হেনেছে এবং বাংলাদেশ এতে চরম অসন্তোষ প্রকাশ করছে। এমন পরিস্থিতিতে ভারতের নেতাদের এমন আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। ঢাকা মনে করে যে দুই প্রতিবেশির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এমন মন্তব্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুন্ন করে।
এর আগে, গত শুক্রবার ভারতের রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে দেশটির ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় এক সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠনের জন্য আবেদন জানাতে চাই। এবং আমরা প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।

সম্পর্কিত পোস্ট