সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদী রায়পুরায় প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নরসিংদী রায়পুরায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্থরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করনে পূর্ব পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চরসুবুদ্দি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলী হোসেন, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, সওদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন।

এসময় আরওে উপস্থিত ছিলেন উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, দৌলতকান্দি মহিউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় আরিফুর রহমান সহ রায়পুরা উপজেলার সকল মাধ্যমিকস্থরের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট