শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সেনাবাহিনীর সহায়তায় সাজেকের ১৪০০ পর্যটকদের উদ্ধার

ধর্মঘটের কারণে রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করে খাগড়াছড়িতে আনা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।

ওই বার্তায় বলা হয়, ‘সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফ (মূল)-এর ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটে সাজেকে আটকা পড়া ১৪০০ জন পর্যটককে খাগড়াছড়িতে প্রত্যাবর্তন।’

‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’ প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়। ওই দিন সকাল থেকে পার্বত্য জেলাগুলোতে শুরু হয় এ অবরোধ। পাশাপাশি রাঙ্গামাটিতে যৌথ পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলে।

সম্পর্কিত পোস্ট