সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকাস্থ চাঁদপুর সমিতি’র আহবায়ক সালাউদ্দিন ও সদস্য সচিব নুরুজ্জামান

মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকাস্থ চাঁদপুর সমিতি’র আহবায়ক কমিটি গঠন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার পল্টনস্থ একটি হোটেলের অডিটোরিয়ামে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার ঢাকায় বসবাসকারীদের তৃতীয় সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিট গঠন করা হয়।

উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ও নদীবাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়াকে আহবায়ক এবং বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরাকে সদস্য সচিব করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শুক্কুর আলম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী কেএম আবু তাহের, বিশিষ্ট ক্রীড়াবিদ মাহবুবুর রহমান শাহিন, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক ডিজি মোস্তফা সারোয়ার কামাল, মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ এবিএম হানিফ মিয়া এবং কবি আবুল হোসেন বাঙালি।

সমিতির অন্যান্যরা হলেন যুগ্ন আহবায়ক যথাক্রমে জেএস গ্রুপের কর্ণধার জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাত ল্যান্ডমার্ক লি: ও ড্রিম লাক্সারি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব লায়ন জি. এম ইমাম হোসাইন ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও মাতৃভুমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার মো মাইন উদ্দিন মিয়া, মতলব সমিতি ঢাকার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সময়ের আলোর প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, সেবা হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ব্যবসায়ী আলমগীর হোসেন পলাশ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাহবুবুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক এমএইচ রবিন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যবসায়ী কবির হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান।

এছাড়া সদস্য হিসেবে আছেন আব্দুল মতিন (দপ্তর), মোহাম্মদ শাহাদাত হোসেন (কোষাধক্ষ্য), রত্না আতিকুর, মুক্তার আরেফিন, মহিউদ্দিন রাফি, সাঈদ হাসান, মো আনোয়ার শাহ, ইঞ্জিনিয়ার গাজী ওমর ফারুক, অ্যাডভোকেট হাসান মিয়াজী, আল কাউসার সিদ্দিক, ইঞ্জিনিয়ার ফারুক, মোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম পাটোয়ারী, নুর নবী সুমন, মিজানুর রহমান রনি, ফজলুর রহমান পলাশ, কামরুল হাসান, হাবিবুর রহমান প্রধান, নূরনবী শাওন, আব্দুস সামাদ, আজাদ হোসেন, বেলাল হোসেন, মোহাম্মদ বাহার, সাইফুল চৌধুরী, এইচ এম মানসুর, হাবিবুর রহমান, গাজী মঈন উদ্দিন।

উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামী দিনে চাঁদপুর জেলাকে মানবিক জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে ঢাকাস্থ চাঁদপুর সমিতি অগ্রণী ভূমিকা পালন করবেন। তারা মানবিক চাঁদপুর জেলা গঠনে একযোগে কাজ করবে বলে জানান।

সম্পর্কিত পোস্ট