শনিবার, ৫ অক্টোবর ২০২৪

ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ৫২ রানের লিড রোহিত শর্মা দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ৯৫ রান প্রয়োজন ভারতের।

এমন ব্যাটিং ধ্বসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দশম উইকেট জুটিতে খালেদ আহমেদকে নিয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন মুশফিক। তবে তাতে খুব একটা লাভ হয়নি।

প্রথম সেশনের শেষ বলে বড় শট খেলতে গিয়ে বুমরার বলে আউট হয়েছেন মুশফিক। তাতে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে ভারতের প্রয়োজন ৯৫ রান। অশ্বিন, জাদেজা ও বুমরা তিনটি করে উইকেট নিয়েছেন।

সম্পর্কিত পোস্ট