সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজউকের প্লট নির্ধারণে কোটা থাকা যাবে না : আদিলুর রহমান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশ থেকে কোটা ব্যবস্থা তোলা দেয়া হোক। সবাইকে সমানভাবে সুযোগ করে দেওয়া হোক। আর রাজউকের প্লাট দেয়ার ক্ষেত্রে লটারির মাধ্যমে দিতে হবে। কোন ধরনের কোটা থাকা যাবে না।

সোমবার (৭ অক্টোবর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগর উন্নয়নে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমারা এই সময়ের অনেক কিছু না পারলেও সংস্কারের কাজ শুরু করে যাবো। তরুণদের পাশে রেখে সময়টাকে বদলে দিতে হবে। ঢাকা শহরে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই। কারণ এখানে গাছ কমে সবুজায়ন অঞ্চল অনেক কমে গেছে। এটি কংক্রিটের শহরে পরিণত হয়েছে। তরুণদের এখনই যুক্ত করে কাজ শুরু করতে হবে। নয়তো আগামী দেশ গড়া সম্ভব হবে না। তাছাড়া বিশেষজ্ঞদেরও সঙ্গে রাখতে হবে।

বিশেষ বক্তার বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকা কখনো তরুণ বা মানুষের হতে পারেনি। কারণ বাসযোগ্য শহর হিসাবে এখন গড়ে উঠেনি। শুধু আমলা দিয়ে রাজউক চালানো যাবে না। এখানে তরুণদেরও যুক্ত করতে হবে। তাছাড়া শহরে মেগা প্রকল্প হলেই হবে না সবুজায়নও থাকতে হবে। কিভাবে বাসযোগ্য নগর তৈরি করা যায় তার পরিকল্পনা নিতে হবে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- জাতিসংঘের আবাসন প্রতিনিধি গোয়ান লুইস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার(অব:)।

সম্পর্কিত পোস্ট