সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে জার্মানির সমর্থন

বাংলাদেশের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের প্রতি জার্মানির সমর্থন অব্যাহত থাকবে।

শুক্রবার (১১ অক্টোবর) বার্লিনে জার্মান পররাষ্ট্র দপ্তরে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন সাউথ এশিয়ান ডিভিশনের ডেপুটি হেড ক্লডিয়া উইলকেনস। এসময় তার সাথে ছিলেন ইন্দো-প্যাসিফিক পলিসি, সাউথ এশিয়ার অফিস ডাইরেক্টর মিস আলটমেয়ের মাইকিসহ দপ্তরের দুজন কর্মকর্তা।

তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদের মধ্যে ছিলেন জার্মানী বিএনপির সভাপতি আকুল মিয়া, কেন্দ্রিয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, বার্লিন বিএনপির সভাপতি জসিম উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক বাবুল বেপারী।

পরিবর্তিত পরিস্থিতে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তারা।

সম্পর্কিত পোস্ট