বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বৈষম্যহীন দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৈষম্যহীন দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।‘

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর অহংকার ও দাম্ভিকতার মাধ্যমে দেশ চালিয়েছে। আল্লাহ অহংকারের পতন ঘটিয়েছেন। যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যেতাম, বলা হতো ২০১৩ সালে হেফাজতের যে পরিণতি হয়েছে আপনাদেরও তাই হবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাইয়েরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ৫ আগস্ট সারা দেশে পট পরিবির্তনের পর দেশের কোনো জায়াগায় জামায়াত-শিবিরের ভাইয়েরা কারও কোনো ক্ষতি করেনি। কারও কাছে চাঁদা দাবি করেনি।’

জামায়াত আমির বলেন, ‘বিগত ১৭ বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ। যাদের হাত থেকে রেহাই পায়নি বিরোধী রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সব হত্যাকারীদের বিচার করতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ তারা কোথায় গেলেন। প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে।’

‘জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায়বিচার দেবে’ বলেও প্রতিজ্ঞা করেন দলটির আমির। তিনি বলেন, বিপ্লবের পর জামায়াত কর্মীরা চাঁদাবাজি কিংবা দখল করেনি, বরং মানুষের পাশে দাঁড়িয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিগত কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে নানারূপে ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সম্পর্কিত পোস্ট