সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পুলিশের বিভিন্ন বিভাগে নতুন প্রধান

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে। এ ছাড়া নৌ-পুলিশের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানকে।
রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. আবদুল্লাহ আল মাহমুদকে।  মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে মো. আলমগীর আলম, গোলাম কিবরিয়া, সেলিম মো. জাহাঙ্গীর ও মোহা. আবদুল আলীম মাহমুদকে। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলির আদেশ বাতিল করা হয়েছে প্রজ্ঞাপনে। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের সব কটি ইউনিটের প্রধানকে বদলি ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট