সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঐক্যবদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান পিএসসির চেয়ারম্যানের

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
সোমবার (২১ অক্টোবর) পিএসসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এদিন সকাল ১০টায় এ সভা শুরু হয়। শুরুতেই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব স্বাগত বক্তব্য রাখেন।
তিনি বলেছেন, বর্তমানে পিএসসি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে সততার সঙ্গে কাজ করার বিকল্প নাই।
মতবিনিময়ের কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা তাদের আলোচনায় কর্ম কমিশন নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এসময় পিএসসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করে বলেন পিএসসির চেয়ারম্যান। সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব, পরিচালকসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট