সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সোমবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ডাচ রাষ্ট্রদূতকে তার বাংলাদেশে দায়িত্বের সফর সফলভাবে সমাপ্ত করার জন্য অভিনন্দন জানান এবং ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশে কাজ করার তার প্রিয় স্মৃতি শেয়ার করেন, বিশেষ করে এই বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে পূর্ণাঙ্গ বিপ্লবের সাক্ষী।
প্রধান উপদেষ্টা গত মাসে নিউইয়র্কে ৭৯তম ইউএনজিএ-র ফাঁকে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে তিনি বাংলাদেশে দুর্নীতি দূরীকরণ, বন্যা ব্যবস্থাপনা এবং কৃষি খাতে তার ডাচ সমকক্ষের প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করেন।
ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রসারিত করার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা ২০২৯ সালের পরে ইইউ থেকে বাণিজ্য পছন্দ, আরএমজি সেক্টরে কাজের অবস্থার উন্নতি, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশে আসন্ন যুব উৎসব নিয়েও আলোচনা করেন।

সম্পর্কিত পোস্ট