সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মতলবে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া

অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে সাধারণ মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলন্ত গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপণ করে কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক কামরুজ্জামান হারুন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান।

মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা করিম হোসেন মহড়ায় উপস্থিত কর্মকর্তাদের অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং হাতে কলমে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার শিক্ষা দেন। ভবিষ্যতে যাতে কোন অগ্নি দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার ও পরিচিতি সম্পর্কে অবগত করা হয়, আহত ব্যক্তিদের তাৎক্ষণিক কিভাবে সেবা সেবা প্রদান করা যায়, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়।

এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়। যাতে করে তাৎক্ষণিক কোন ঘটনা ঘটলে সাথে সাথে অগ্নি নির্বাপন করতে পারে।

একই সাথে ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট